খুলনার মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রামপাল উপজেলার কবিরাজবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খালি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে উভয় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটিকে সরিয়ে দিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনালে নেওয়া হলেও ট্রাকটি মহাসড়কের মাঝখানে বিকল হয়ে পড়ায় সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”