রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে মামলা ও বিচার-নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে করণীয় বিষয়ক আলোচনা করা হয়।

শনিবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত ‘মামলা বিচার-নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে করণীয়’ নির্ধারণের লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত এর আয়োজন করে। দুটি অধিবেশনে বিভক্ত এই সম্মেলনে বিচার বিভাগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আশরাফুন্নাহার রীটা। প্রথম অধিবেশনে রাজশাহীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা, মাসুদুল হক, মো: শফিউল আলম, মো: মিজানুর রহমানসহ রাজশাহী জজশিপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিজ্ঞ বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো: শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, পাবলিক প্রসিকিউটরের প্রতিনিধি ইমতিয়ার মাসরুর আল আমীন, সিভিল সার্জন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর প্রতিনিধি, সিনিয়র জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের আইনি সেবা প্রাপ্তি সহজতর করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে বিচার বিভাগের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সম্মেলন মামলা বিচার-নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।