আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলা তাঁতীদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। গত ১০ নভেম্বর বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার। তাঁতীদলের সাধারণ সম্পাদক আতোয়ার রহমানে সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা তাঁতীদলের সভাপতি সারোয়ার হোসেন, সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরদার, উপজেলা বিএনপিরসহ সভাপতি আব্দুল মুক্তাকিন মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রভাষক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, যুবদল নেতা মুকুল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাস্তাইন ইবনে হাসান,সহ সাধারণ সম্পাদক কাওছার আহমেদ দীপ প্রমুখ।