গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাঃ আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জুলাই যোদ্ধা শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে কোচাশহর ইউনিয়ন একাদশ শাখাহার ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ফুটবল টুর্নাামেন্টের পুরোধা জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, নায়েবে আমীর আব্দুল বারী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, আব্দুস সালাম নাটোরী, প্রভাষক হাসান সাঈদ তালুকদার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, ইসলামী ব্যাংক ঘোড়াঘাট শাখার ম্যানেজার শামসুজ্জামান পলাশ, রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোমের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব নেতা ওমর ফারুক প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম। রেফারির দায়িত্বে ছিলেন রেজাউল করিম। উল্লেখ্য খেলা শুরু হওয়ার ১ ঘন্টা আগেই গোটা স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। গোবিন্দগঞ্জে ফুটবল খেলায় এত দর্শক আর কখনো হয়নি। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
গ্রাম-গঞ্জ-শহর
গোবিন্দগঞ্জে ডাঃ আব্দুর রহিম সরকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাঃ আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জুলাই যোদ্ধা শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে কোচাশহর ইউনিয়ন একাদশ শাখাহার ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে