পঞ্চগড় সংবাদদাতা : গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চাকসু নির্বাচনে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কৃতি সন্তান সাজেদুর রহমান মারুফ সোহরাওয়ার্দী হল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী পদে জয়লাভ করে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, দাঁড়িপাল্লার কান্ডারী, জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাজেদুর রহমান মারুফ সাথে ভিডিও কলে কথা বলে অভিনন্দন জানান।

তিনি তার পিতা ও দাদাকে মিষ্টিমুখ করান। এ সময় আটোয়ারি শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সেক্রেটারী আফতাব হোসেন তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।