একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাসযোগ্য গাজীপুর গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন গাজীপুর–৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান। সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর)সকালে টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে শফিউদ্দিন রোড পর্যন্ত পরিচালিত হয় এক উল্লেখযোগ্য পরিচ্ছন্নতা অভিযান।
অভিযানজুড়ে জামায়াতের নেতা–কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঝাড়ু, কোদাল, গ্লাভস হাতে নিয়ে নানান বয়সী মানুষ রাস্তাঘাট পরিষ্কারে যুক্ত হওয়ায় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উদ্বোধনী বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন— গাজীপুর–৬ কে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে শুধু প্রতিশ্রুতি নয়, আমরা মাঠে কাজ শুরু করেছি। সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল পরিচর্যা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নিজেদের শহর নিজেদেরই পরিষ্কার রাখতে হবে—এটা শুধু সরকারের কাজ নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। আসুন সবাই মিলে আমাদের এলাকায় পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলি।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূইয়া, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লাহ ভূইয়া, এবং অন্যান্য থানা–ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, ড. হাফিজুর রহমানের উদ্যোগে টঙ্গীর বিভিন্ন পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে এবং এটি হবে “পরিচ্ছন্ন গাজীপুর–৬” গড়ার একটি টেকসই সামাজিক আন্দোলন।