সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিগদাইড় ইউনিয়ন শাখার উদ্যোগে সম্প্রতি কর্পূর বাজার দলীয় কার্যালয়ে নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও বগুড়া-১আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান।
শিক্ষক প্রতিনিধি সম্মেলন
আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে শিক্ষকদের নিয়ে এ সম্মেলন শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এতে উপস্থিত হয়ে শিক্ষা উন্নয়ন, নৈতিক শিক্ষাবিস্তার, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং সমাজ সংস্কারে শিক্ষকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা মঈনুদ্দিন।
কমিটি গঠন
আগৈলঝাড়া বরিশাল : সততা শৃঙ্খলা দেশপ্রেম এই শ্লোগান কে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অবসর সেনা, নৌ, বিমান বাহিনী অফিসার ও সদস্যবৃন্দগণ ‘লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যাণ সংস্থা’ নামে আগৈলঝাড়া উপজেলার কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি বরিশাল জেলা সশস্ত্র বাহিনী বোর্ড অনুমোদন দিয়েছেন। আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে চীফ পেটি অফিসার (অব.) মো. আব্দুর রব সরদারকে সভাপতি ও সার্জেন্ট (অব.) খন্দকার মো. সেলিমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।