নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩রা জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এর সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।