বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাকিল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বগুড়া সদর থানার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন জানান, সোমবার রাত ৯টার দিকে বগুড়া সদরের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমরপুর এলাকার চেইন মাস্টার মোশারফের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।