খুলনা ব্যুরো : খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলী ও ৪৭৬ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণীর হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক বেলাল নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা অস্ত্র, গুলী ও মাদকসহ একজনকে আটক করেছে। এ ব্যাাপারে মামলা হয়েছে।
ঈদগাঁও : ঈদগাঁওতে পৃথক ডাকাতি সংঘটিত হয়েছে গভীর রাত সাড়ে তিনটার দিকে ঈদগাঁও ইউপির কালিরছড়া তেতুল গাছতলা ও মাছুয়াখালী এলাকায়।
ডাকাতির শিকার দোকানদার সাহাব উদ্দিন জানান হঠাৎ মহাসড়কের দক্ষিণ দিক থেকে দুইটি গরুসহ ডাকাতদলবাহী একটি পিকআপ সদৃশ গাড়ী তেতুল গাছতলায় থামে। মুহূর্তেই ৭/৮ জনের মুখোশধারী ডাকাত পাশের বাদশার দোকানে ডেকোরেশনের কাজে ব্যস্ত মিস্ত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় অন্য ডাকাতরা তার মুদির দোকানের দরজা ভেঙে ভেতরে থাকা তার ভাই সালাহ উদ্দিনকে জিম্মি করে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক মুল্যের মালামাল লুট করে ঈদগাঁও স্টেশনের দিকে চলে যায়। পরে তারা জানতে পারেন গরু দুটিও পাশ্ববর্তী মাছুয়াখালী থেকে লুট করেছে।
এ ঘটনায় সাহাব উদ্দিন ঈদগাঁও থানায় জিডি করলে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান। থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান সংবাদ পেয়ে পুলিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেন।
দাউদকান্দি
(দাউদকান্দি) কুমিল্লা: ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর গ্রামে জাফর আলী বাড়ির পূর্ব পাশে ডোবার পানিতে মরদেহটি উদ্ধার করতে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক(তদন্ত) মো. সামছুল আলম।
তিনি জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ(কুমিক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ওই পুরুষের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মঠবাড়িয়া (পিরোজপুর) পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. নাসির উদ্দিন আহম্মেদ(৬৮) নামে এক স্কুল শিক্ষকের এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন।
তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদার এর ছেলে। নিহত স্কুল শিক্ষকের ছোট ভাই মো. গিয়াস উদ্দিন সাবেক বিআরডিবির মহা পরিচালক ছিলেন।
থানা ও স্থানীয় , শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারন ডায়রি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। আজ রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার । এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলকাবাসির ধারনা।
চকরিয়া : চকরিয়ায় থানা প্রশাসনকে প্রভাবিত করে নিরীহ লোকজনকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ব্যাপক হয়রানি করার প্রতিবাদে থানার চিহ্নিত দালাল হিসেবে পরিচিত আওয়ামী লীগের দোসর তারেক আজিজের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগি জনসাধারণ। গতকাল রোববার দুপুর বারোটার দিকে চকরিয়া উপজেলার মিথ্যা মামলায় হয়রানি হওয়া পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সমাবেশে ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন- হাফেজ আমান উল্লাহ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক শিক্ষক আমান উল্লাহ মাস্টার, আইনজীবী সহকারী হেলাল উদ্দিন প্রকাশ হেলাল মুন্সি, মো. নয়ন চৌধুরী, মো. হানিফ, মিজানুর রহমানসহ আরো অনেকে। এসময় দালাল তারেকের হয়রানির শিকার শতশত ভুক্তভোগি জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ভুক্তভোগিরা মানববন্ধনের সমাবেশে অভিযুক্ত তারেক আজিজকে গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বলেন, হয়রানির উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছে। যার ফলে পরিবার পরিজন থেকে দূরে থেকে পালিয়ে বেড়ানোসহ অন্যায়ভাবে জেলও খাটতে হয়েছে। কোন ঘটনার প্রতিকার চাইতে থানা প্রশাসনের দ্বারস্থ হলে সেখানেও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বিচার বাণিজ্যে উদ্বুদ্ধ করার মাধ্যমে থানার সোর্স পরিচয়দানকারী দালাল তারেকের প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু সমাধানের পথ রুদ্ধ করেছে এসব ঘটনার। এভাবে সুষ্ঠু বিচারের আশ্রয়স্থলকে আস্থাহীন ও প্রশাসন বিমুখ করে রেখেছে ওই যুবক। এমনকি ২০১৮ সালে চকরিয়া থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদের সহধর্মীনি সাবেক এমপি হাসিনা আহমদের ওপর হামলার ঘটনাও নেতৃত্ব দিয়েছিল এই তারেক।
মিরসরাই (চট্টগ্রাম) চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৯ জুন বারইয়ারহাট বাজারে মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমানসহ বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এসময় গোলাম মাওলা নামে এক ব্যক্তি বাল্যবন্ধু আজিজুর রহমানের সাথে দেখা করতে গেলে তার উপরেও হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনা পুর্ব পরিকল্পিত ও পারিবারিক বলে দাবি করেছে ওই ভুক্তভোগী। মূলতঃ ভাইদের সাথে জায়গা জমি বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান। রবিবার সকালে মিরসরাই পৌর মার্কেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে হামলার শিকার তার শিশু সন্তান ছেলে সাফওয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। সাফওয়ান ও হামলার শিকার হয় বলে উপস্থিত সাংবাদিকদের জানায়।
গোলাম মওলা বলেন, গত ২৯ জুন সন্ধ্যায় আমার বাল্য বন্ধু উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমানসহ বারইয়ারহাট পৌর বাজারের একটি রেস্তোরায় নাস্তা সেরে আসার সময় আমার ছোট ভাই জাকারিয়ার নের্তৃত্বে আমার হামলা করা হয়। এসময় আমার ছেলেকে লাথি মেরে ফেলে দিয়ে আমাকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আমার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আমি এবিষয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেছি।
বেনাপোল
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোরের সীমান্তবর্তী স্থল বন্দর পোট থানার আমড়াখালী চেকপোষ্টের এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, জিরা, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬৩,৯০০/-(তেষট্টি হাজার নয়শত) টাকা আটককৃত মালামালের মূল্য ৬৬,৭৩,১০০/-(ছেষট্টি লক্ষ তিয়াত্তর হাজার একশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।
দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে পূর্ববিরোধের জেরে ফয়জুল হক (৪০) কে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) হাতির ভাঙা গ্রামের মৃত:নুর উল্লাহ’র পুত্র কমরু মিয়া (৬০) কে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে আহতের ভাই বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন। এর আগে শনিবার সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) হাতির ভাঙা এলাকায় এঘটনা ঘটে।
শ্রীপুর (মাগুরা) জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে এই প্রতিপাদ্য নিয়ে মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধসহ দোষিদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চুসহ অন্যরা।
বক্তারা মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যাবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা, মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ছয় মাসে ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, আর ৩২০ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া গত দশ মাসে মব সৃষ্টি করে হুজুগ তুলে ১৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে, যা পত্র পত্রিকায় এসেছে।
সরকার এসকল ঘটনায় কোন তড়িৎ আইনি পদক্ষেপ তো নিচ্ছেই না বরং মবকে নরমালাইজ করে প্রেশার গ্রুপ বলে আখ্যা দিচ্ছে। যার ফলে এ ধরনের নির্মম ঘটনা নানাভাবে জাস্টিফাই হচ্ছে এবং মব উৎসাহিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন নানা রকম ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সমাবেশ থেকে দ্রুততম সময়ে খুনীদের গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচার নিশ্চিতের দাবি জানান।