শরীয়তপুর সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী দল ও বিশিষ্ট উলামাদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা।

গতকাল (২৩ আগস্ট) শনিবার শহরের চিকন্দি ফুটপার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমির সভাপতিত্বে ও উলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোশারফ হোসেন মাসুদ, শরীয়তপুর-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ন্যাশনাল ও ডক্টরস ফোরাম এর সেক্রেটারি জেনারেল ডাঃ অধ্যাপক মাহমুদ হোসেন বকাউল, শরীয়তপুর-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যান ফেডারেশন এর নির্বাহী সদস্য মোহাম্মদ আজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কেএম মকবুল হোসাইন এবং শরীয়তপুর জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান।

বিভিন্ন ইসলামী দল ও বিশিষ্ট উলামাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাফেজ কেরামত আলী, বাংলাদেশ খেলাফতে মজলিশ এর যুগ্ম সম্পাদক মাওলানা এম এম মুসলিম উদ্দিন, খেলাফতে মজলিশ বাংলাদেশ এর মাওলানা মজিবুর রহমান, জমিয়তে ওলামায়ে ইসলাম এর মাওলানা ইদ্রিস কাসেমী,

মাওলানা আব্দুল বাতেন, শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ, শরীয়তপুর কামিল মাদ্রাসা উপাধাক্ষ মাওলানা আনোয়ারুল হক, ফরায়েজী আন্দোলনের সেক্রেটারি ফারুক হোসেন, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।