বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বৃদ্ধরা।

টানা কয়েকদিনের শীতের প্রকোপে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরু-বাছুর সহ গৃহপালিত পশু নিয়ে বিপাকে মানুষ। ব্যাঘাত হচ্ছে বুরো আবাদ। হাড়কাঁপানো শীতের কারণে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা।

সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে বাহুবলের জনপদ। রাতের আঁধারে সড়ক-মহাসড়কে ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ফলে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। কৃষিক্ষেত্রেও শীতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে কৃষকরা জানান।

এদিকে, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। গত এক সপ্তায় উল্লেখিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অনেক মানুষ । এদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি।

অন্যদিকে ছিন্নমূল ও নি¤œআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম বিড়ম্বনায় পড়ছেন দরিদ্র পীড়িত জনগোষ্ঠী। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

ঈদগাঁও, কক্সবাজার : কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের সরকারি পাঠ্য বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে ১ লা জানুয়ারি বৃহস্পতিবার বিনামূল্যের এসব পাঠ্য-পুস্তক হস্তান্তর করা হয়। বিভিন্ন বিষয়ের মোট নয়টি বইয়ের সমন্বয়ে একটি করে সেট তৈরির পর তা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, নুরুল কবির সহ অন্যান্য সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, বই বিতরণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা, কর্মচারী, এবং সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক জানান, বই আসা মাত্র সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে চলতি শিক্ষা বর্ষের নতুন বই তুলে দেয়া হবে। এদিকে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বইয়ের সুঘ্রাণ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে।