ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ইটভাটায় মোবাইল কোর্ট , জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি উপজেলা শাখা ।

বুধবার দুপুর ১২ টার দিকে ধামরাই উপজেলা চত্বরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপজেলা শাখার সদস্যরা ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে এক মানবন্ধন করেছে। এ সময় মানবন্ধনে বক্তব্যে রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির ধামরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ বলেন , আমাদের ইটভাটা গুলো ভাঙচুর না করে আমাদের ৩ মাস সময় দিতে হবে। প্রয়োজনে অবৈধ ভাটা গুলো চিন্হিত করে আমরা প্রশাসনের সাথে থেকে বন্ধ করে দিব। এ সময় উপস্থিত ছিলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির ধামরাই উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। মানববন্ধন শেষে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এন ও ) কার্যালয়ে এক স্বারকলিপি প্রদান করে।