বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর থেকে টানা গোলাগুলির শব্দ শোনা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১০ আগস্ট) রাত ১০টার পর থেকে বহুদিন পর এ ধরনের গুলির আওয়াজ শোনা যায়।
ঘুমধুম ইউনিয়নের শূন্য রেখা সংলগ্ন তুমব্রু এলাকার বিপরীতে মিয়ানমারের নারিকেল বাগিচা এলাকায় আরকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় হঠাৎ করে বড় ধরনের সংঘর্ষ ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর এত গুলির শব্দ পেলাম। প্রায় অনেকক্ষণ ধরে চলেছে। কী ঘটছে জানি না, তবে বড় কোনো ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
বিজিবি জানায়, কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সীমান্তের ৩৪ ও ৩৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় শূন্য রেখা থেকে ৩০০-৩৩০ মিটার দূরে এই গোলাগুলি হয়।
অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আরকান আর্মি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসা বা আরএসওর মধ্যে সংঘর্ষ থেকে এই গোলাগুলির ঘটনা হতে পারে। তবে বাংলাদেশের ভেতরে কোনো গুলি আসেনি। সীমান্তে বিজিবি কঠোর সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।