গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত শুরায়ী নেজাম আয়োজিত জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা।

নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী থানার বগারপাড় এলাকার চাঁন মিয়া (৬০) ও নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক এলাকার নুর আলম (৮০)।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিয়েছেন।

তিনি জানান, অংশগ্রহণকারীদের মধ্যে নুর আলম ভোর রাতে ইজতেমা ময়দানে মারা যান। এরপর জুমার নামাজের সময় চাঁন মিয়া স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এবারের জোড় ইজতেমায় একদিনে দুই মুসল্লির মৃত্যু হলো।