ফরিদপুর জেলার বোয়ালমারীতে বুধবার দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংগ্রামের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারে বিকাল ৫ টায় দৈনিক সংগ্রাম পত্রিকার বোয়ালমারী সংবাদদাতা মাওঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বাইখীর বনচাকী কামিল মাদরাসার প্রভাষক হাঃ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা। এসময় তিনি বলেন, অনেক সংগ্রাম, ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে একটি পত্রিকার প্রকাশ ও প্রতিষ্ঠা লাভ করে। দৈনিক সংগ্রাম পত্রিকা ও দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে আজকের এ অবস্থানে পৌছেছে। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর পুর্তিতে সকল কলাকুশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।