ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামায়াতের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের খোঁজ খবর ও তাদেরকে নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের ফুলবাড়ী উপজেলা সভাপতি সাবেক শিবিরের উপজেলা সভাপতি রোকনুজ্জামান রতন এর পিতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। রোকনুজ্জামান রতনের বাবাকে দেখতে হাসপাতালে আসেন উপজেলা জামায়াতের প্রতিনিধি দল।

এ সময় হাসপাতালে ভর্তি থাকা সকল রোগীদের খোঁজ খবর নেন ও তাদের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা সেফায়েত হোসেন, মাওলানা ছোবেদ আলী, রোকনুজ্জামান রতন, হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ রোগীদের পরিবারের সদস্যবৃন্দ।