বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মাগুরাতে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে উঠেছে এলপি গ্যাসসহ সিলিন্ডারের দোকান।

লাইসেন্স বিহীন এসব দোকানে দেদাছে বিক্রি হচ্ছে ঐ জ্বালানি। আইনের প্রতি তোয়াককা না ট্রেড লাইসেন্স দিয়েই পুরো জেলার প্রতিটি করেই শুধু ট্রেড লাই বাজারেই চলছে এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা।

বক অধিদপ্তরের-অন্য জানাগেছে, বিস্ফোরক লাইসেনস ছাড়াই শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসার পাশাপাশি মাগুরার রাস্তাস্থাট, বাজার ও প্রধান সড়কের পাশে বিক্রি হচ্ছে এলপি গ্যাস।

ফানে যে কোন সময় বিষ্ফোরণ হয়ে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানিকর ঘটনা। এলপি গ্যাস কোম্পানীর ডিলারদের বিস্ফোরক অধিদপ্তরের সনদ থাকলেও খুচরা ব্যবসায়ীরা সিলিন্ডার মজুত আইন অনুসরণ করছে না। এতে বাজারগুলো মূল সড়কের পাশে থাকা পণ্যের দোকান, চাদের দোকান আইন অনুসরন না করে ব্যবসা করছেন খুচরা জামারীরা। দোকানীরা এ ব্যবসা সম্পর্কে জানলে অস্থানীয় প্রশাসনের আইনগত বাধ্যবাধকতা তদারকি না থাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তারা।