রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার এক কর্মকর্তা (এসআই) দুর্ঘটনাবশত গুলীবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১১টার দিকে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ কর্মকর্তা ওয়ারেস আলী (৪৫) নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলীবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, পরে ওয়ারেস আলীকে ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, পিস্তলটি নিজেই পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অবস্থা মোটামুটি ভালো।
গ্রাম-গঞ্জ-শহর
রাজশাহীতে পুলিশের এসআই নিজ পিস্তলের গুলীতে আহত
রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার এক কর্মকর্তা