গৌরনদী (বরিশাল) সংবাদদাতা: দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেল দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানেদুর্নীতি দমন প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি শাহ আলম মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর আহসান আজাদ, অধ্যক্ষ নির্মল চন্দ্র। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করেন।বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে