গাযী খলিলুর রহমান, গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুর মহানগরীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাঁটিতে পরিনত করার জন্য আহবান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। তিনি গতকাল
২৬ জুলাই গাজীপুর মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ষান্মাসিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপযুক্ত ও দেশ প্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশ প্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। এই জন্য গাজীপুরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে জোরদার প্রচারনা চালিয়ে যেতে হবে। গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় কয়েকটি ভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিটি ওয়ার্ডের গত জানুয়ারি থেকে জুন ‘২৫ ষান্মাসিক রিপোর্ট আলোচনা পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে, দাওয়াতী কাজের জন্য ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ সর্বস্তরের দায়িত্বশীলদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান।
আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, আবু সিনা নুরুল ইসলাম মামুন, মাওলানা মোঃ নুরুল আমিন, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, গাছা থানা জামায়াতের আমীর, অধ্যাপক মোঃ মিয়াজ উদ্দিন, গাজীপুর মেট্রো থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান, গাছা থানা নায়েবে আমীর মাওলানা মোঃ মিজানুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন গুলোতে গাজীপুর মহানগর জামায়াতের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলগন অংশ নিয়েছেন।