শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিকি শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মাগুরা জেলা শাখা। কর্মসূচিতে নেতারা জানান, আগামী ২ ডিসেম্বরের মধ্যে সরকার সকল কর্মসূচি মেলে না নিলে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন অনুষ্ঠিত হবে।

তারা জানান, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে ভিন্ন অধিদপ্তরের সাথে একিভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। অবিলম্বে নার্সদের উচ্চ পথ গুলোতে (৯ ম হতে ৪ থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমামর্জনের মাধ্যমে পদোন্নতি দিতে হবে, ঝুঁকিভাতা, সৃজন ও নিয়োগ দিতে হবে।

কর্মসূচিতে মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি সদস্যরা অংশ গ্রহন করেন বলে জানা যায়।