ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘মক ভোটিং’-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন। শনিবার (২৯ নভেম্বর) সব ধরনের ভোটারের প্রতিনিধিদের নিয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চবিদ্যালয়ে এ মক ভোটিং অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত ভোটের এ মহড়া চলবে। এতে ভোটার সংখ্যা থাকবে দেড় হাজারের মধ্যে।
পোস্টার ভোটিং নিবন্ধন নিয়ে ইসি সচিব জানান, আউট অভ কান্ট্রি ভোটিং অ্যাপ লঞ্চের পর এখন ওপেন করে দেয়া হচ্ছে। আটটি রিজিয়ন ভাগ করা হয়েছিল। সেটি আর থাকবে না। কোনো লিমিটেশন থাকছে না।
নিবন্ধন প্রক্রিয়া ওপেন করার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা থাকবে। ১৮ ডিসেম্বর তারিখ নিবন্ধনের শেষ তারিখ।
জানা গেছে, নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ থাকবে, আইনশৃঙ্খলা, ভোটগ্রহণ কর্মকর্তা, সমন্বয় সেল, দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সব ধরনের ভোটের সরঞ্জাম নিয়ে ‘মক ভোটিং’-এ পর্যবেক্ষণ করবে ইসি। তাতে সার্বিক প্রস্তুতিও সহায়তা হবে।
ফেব্রুয়ারির প্রথমার্থে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হবে। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে ইসির।
সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ ধাপে রয়েছে। গণভোট অধ্যাদেশও মঙ্গলবার অনুমোদন হয়েছে।
এখন দুই ভোট একসাথে করার কর্মপরিকল্পনায় তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।