লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান ওরফে হুন্ডি সুমনের বাড়ি থেকে ৬ জন শিক্ষার্থীর পুড়িয়ে যাওয়ার লাশ উদ্ধারের ঘটনায় লালমনিরহাট সদর থানায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫৯ তাং ২৭/৫/২৫ ইং।

ঘটনার প্রায় ১০ মাস পর মঙ্গলবার ২৭ মে মামলাটি করেছে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একজন আরমান আরিফ। মামলা হওয়ার পরপরই ২৭ মে মঙ্গলবার বিকেল ও রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৮ জন ও ১ জন ব্যবসায়ীসহ মোট ৯ জন গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও লালমনিরহাট সদর থানা পুলিশ।

নিহত শিক্ষার্থীরা হলেন, জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবন, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও রাজিব উল করিম সরকার। গত বছরের ৫ আগস্ট রাতে সুমন খানের পুড়ে যাওয়া বাড়ি থেকে ওই ৬ জন শিক্ষার্থীর দগ্ধ হওয়া লাশ উদ্ধার করা হয়।