রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রীট জমজম টাওয়ারের পাঁচতলার একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃত ওই দম্পতি হলেন- মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রতœা (৩৫)। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়ারী এলাকার জমজম টাওয়ারের পাঁচতলায় ভাড়া থাকতেন এ দম্পতি। এরমধ্যে স্বামী মুঈদ দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।