বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : বড়লেখা উপজেলার মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার প্রথম বারের মতো মরহুম হাজী নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড প্রবাসী সাইফুল আলমের পৃষ্টপোষকতায় মুড়াউল আইডিয়াল ইয়ুথ সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৭৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

মেধাবৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন এবং সহ-পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ক্রমানুসারে ৮টি ট্যালেন্টপুল ও ১৬টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে প্রাইজমানি, ক্রেষ্ট ও সনদপত্র।

দুই শিফটে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন, মেধাবৃত্তি প্রকল্প ও পৃষ্টপোষক পরিবারের সদস্য আতাউর রহমান, মুজিবুর রহমান, মনোয়ারা বেগম, জয়নবুন্নেছা খানম, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনারা বেগম, আইডিয়াল ইয়ুথ সোসাইটির সভাপতি আক্তার হোসেন, সহসভাপতি তোফায়েল আহমদ, সেক্রেটারি জুনেদ আহমদ প্রমুখ।