বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রায়হান সিরাজী বলেছেন, ‘তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে সঠিক পথের দিকে পরিচালিত করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। খেলাধুলা এ সুস্থ সংস্কৃতির অন্যতম হাতিয়ার। যা তরুণদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে এবং অবসাদগ্রস্ততা থেকে দূরে রাখে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গঙ্গাচড়া উপজেলার পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ‘রায়হান সিরাজী ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Untitled.jpg২

রায়হান সিরাজী বলেন, ‘আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতেই। একটি জাতি কোন পথে অগ্রসর হবে তা নির্ভর করে তার যুবসমাজ কতটা মূল্যবোধসম্পন্ন এবং কতটা সুস্থ পরিবেশে বেড়ে উঠছে—তার ওপর। তিনি বলেন, তরুণদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বদানের সক্ষমতা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে খেলাধুলা অত্যন্ত কার্যকর মাধ্যম। খেলাধুলা তরুণদের সাহস, আত্মনিয়ন্ত্রণ, দলগত সমন্বয় ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা শেখায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমীর তাজ উদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং যুব বিভাগের সেক্রেটারি আপেল মাহমুদ।

উদ্বোধনী খেলায় বড়বিল ইউনিয়ন ১-০ গোলে বেতগাড়ি ইউনিয়নকে পরাজিত করে। খেলা উপভোগ করতে আসা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী ম্যাচ শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান বলেন, ‘তরুণদের মাদক, জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের সুস্থ মানসিকতা ও নেতৃত্বগুণ বিকশিত হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। তিনি জানান, এই টুর্নামেন্ট পর্যায়ক্রমে পুরো সংসদীয় আসন রংপুর-১ এর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।’