ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে চাঁদাবাজচক্রের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী মো. বারেক আহমেদ (৪৭) মারাগেছেন। চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চার সন্তানের জনক বারেক আহমেদের মৃত্যুতে লেমুয়া বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান এলাকাবাসী। আটককৃত দুই আসামী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, পরিবারের দায়ের করা মামলায় এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে লেমুয়ার কেরানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শাহজাহান সুমন ও জসিম উদ্দিনের ছেলে শাকিল রনি দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তিতে শরিফ মোল্লা নামে অপর একজনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধৃত অপর আসামীগণ হলেন হাসান নেওয়াজ মানিক ও আরিফুল ইসলাম।