ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে জিম্মি করে মুক্তিপণ আদায় কালে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেয়ারচর গ্রামের মোঃ রেজাউল করিম এবং রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ঠেকাপাড়া গ্রামের মোঃ সাকিব মিয়াকে (২০) ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় গ্রামের মোঃ মোখলেছুর রহমান স্বপনের ফিসারিতে আটক রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আটককৃতদের মারপিট করে মোবাইল ফোনে পরিবারের লোকজনদের কান্নার শব্দ শুনিয়ে টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এতে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে এক লাখ দশ হাজার টাকা দেন। এ সময় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে আটককৃতদের উদ্ধারসহ ঘটনায় জড়িত স্থানীয় মোখলেছুর রহমান স্বপন, মফিজুল ইসলাম, আলেপ হোসেন, মোশারফ হোসেন ও বাবুল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
ফুলপুরে ৫ অপরণকারী গ্রেফতার
ফুলপুরে জিম্মি করে মুক্তিপণ আদায় কালে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার