মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭নভেম্বর)সকাল ১০টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তৈয়্যব।
এসময় তিনি বলেন, মনোহরগঞ্জ উপজেলা একটি পিছিয়ে পড়া উপজেলা।আমরা ক্রমান্বয়ে সকল দিক থেকে এগিয়ে যাচ্ছি।আর এ এগিয়ে যাওয়ার মিশনকে আরো গতিশীল করতে সরকারের পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আভির্ভাব।
তিনি বলেন শিক্ষা ও কর্মসংস্থান হার বৃদ্ধি করতে পারলেই দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। মানুষের কল্যাণ ও সমাজ সেবায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ইতিপূর্বে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। কাতার প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি এর যোগ্য নেতৃত্বে অসংখ্য স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের সন্তানদের শিক্ষা ও নৈতিকতা শিখাতে হবে। পাশাপাশি তাদেরকে কর্মমূখী শিক্ষার দিকে দাবিত করতে হবে। বিদেশ গামীদের দক্ষ করে পাঠাতে হবে। কেননা দিনদিন কায়িক শ্রমের পরিসর কমে যাচ্ছে।