নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম রেলওয়ে জংশন চত্বরে আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের শূরা সদস্য আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, আশরাফুল ইসলাম মান্নান প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসন ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ইসলামপ্রিয় মানুষই পারে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে, তাই জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী প্রার্থীকে বিজয়ী করতে হবে।

সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে সমাবেশটি নির্বাচনী উৎসবে পরিণত হয়।