রাজধানীর গুলশান-বনানী এলাকার চারটি সিসা লাউঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে এসব সিসা লাউঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করতে কোনো বাধা থাকল না। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ চারটি সিসা লাউঞ্জে অভিযান ও সিসা ব্যবহারে সাময়িকভাবে বাধা প্রদান না করতে আদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে। শুনানি শেষে চেম্বার জজ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। ফলে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে আইন অনুযায়ী সিসা বার ও লাউঞ্জে অভিযান পরিচালনা করতে পারবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সংশ্লিষ্টরা জানান, এ আদেশের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত সিসা লাউঞ্জগুলোর বিরুদ্ধে সরকারের অভিযান আরও জোরদার হবে। প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন সিসা লাউঞ্জে উঠতি বয়সী তরুণ-তরুণীদের একটা অংশ সিসার নেশায় বুঁদ হয়ে থাকলেও এতদিন কোনো ব্যবস্থা নিতে পারত না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী।