স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুরে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর থানাধীন সালনা এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন, এতে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।
পুলিশ, আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে গাজীপুরের শিমুলতলী এলাকার এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের গেটে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল নির্ধারণ, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি, প্রতি বছর নিয়মিত নিয়োগ নিশ্চিত করাসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। বিক্ষোভ চলাকালে একপর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পার্শ্ববর্তী সালনা এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন এবং অবরোধ সৃষ্টি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে জিএমপির সদর থানার ওসি, আমিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা মিছিল করে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন, পুলিশের হস্তক্ষেপে তারা সড়ক ছেড়ে দেন এবং পরে শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।