বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) সোমবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজন করে “Structuring Research for Impact: A Program-Based Approach” শীর্ষক কর্মশালা।
কর্মশালায় কৃষি খাতের বর্তমান চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নতুন প্রযুক্তির প্রয়োগ এবং কৃষির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, “বাংলাদেশের কৃষি খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে গবেষণার গতি আরও বাড়াতে হবে। বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। সরকার কৃষি গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বাত্মক সহযোগিতা করছে।”
তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান, সময়োপযোগী ও চাহিদাভিত্তিক গবেষণায় মনোযোগী হয়ে কৃষকদের জন্য টেকসই সমাধান তৈরি করতে এবং স্থানীয় জাতের ফসলের স্বাদ ও গুণ বজায় রেখে ফলন বৃদ্ধির উপযোগী গবেষণা পরিচালনা করতে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই-এর মহাপরিচালক, ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি গবেষণার কাঠামো আরও সুসংহত করতে হবে।” তার উপস্থাপনায় জলবায়ু-সহনশীল ফসলের জাত উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তরের দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও সম্প্রসারণ সেবার মধ্যে সমন্বয় জোরদারকরণ এবং কৃষক ও ভোক্তার মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বিএআরআই-এর বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার প্রধান এবং ঊর্ধ্বতন বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।