টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বই প্রকৃত উন্নয়নের ভিত্তি। মুন্সীগঞ্জ-২ আসনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে, সেবা নিশ্চিত হবে, জনগণের অধিকার ও ন্যায়বিচার অগ্রাধিকার পাবে। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো, কর্মসংস্থান-সব ক্ষেত্রেই আসবে দৃশ্যমান পরিবর্তন।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের আস্থা ফিরবে, আর সৎ নেতৃত্বই মুন্সীগঞ্জের মানুষের ভাগ্য বদলের সবচেয়ে কার্যকর পথ। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, মুন্সীগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এমএ সাজ্জাদ, টঙ্গীবাড়ী উপজেলা প্রচার সম্পাদক মোঃ লিটন সরকার, পাঁচগাঁও ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি মুস্তাকিম ফকির, ৩ ও ৭ নং ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।