জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) স্তরের সব শিক্ষার্থীর জন্য আইসিটি বাধ্যতামূলক করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে কলেজ শিক্ষকদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে সারাদেশে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল শনিবার রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম একযোগে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন।

রাজশাহীতে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, বরিশালে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং ময়মনসিংহে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রতিটি ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ৬০ জন করে শিক্ষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী সেশনে এটুআই ও ইউনিসেফ বাংলাদেশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, শিক্ষাকে যুগোপযোগী করতে সিলেবাস সংস্কার করে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়নে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।