পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ মার্চ গভীর রাতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই শহীদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বগুড়া জেলার শাহজানপুর উপজেলা বেতগাড়ী বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাইদুল হত্যা মামলার ২,৩ও৪নং আসামী যথাক্রমে জয়হার গ্রামের শহীদুল ইসলামের ২ পুত্র আইনাল ইসলাম (৩২), আল আমিন (২৮) ও শহীদুরের স্ত্রী জহুরা বেগম (৪৫)। উল্লেখ্য গত ২৯ জুনায়ারী/২৫ ইং তারিখে বিকেলে সাইদুল ইসলামের উঠানে জমির আইল দেওয়াকে কেন্দ্র করে তার আপন ভাতিজারা তাকে ধারালো হাসুয়া ও লাঠিদ্বারা এলোপাথারী মারপিট ও আঘাত করে। এর সময় সাইদুল ইসলাম ও তার পুত্র মইনুল ইসলাম গুরুত্বর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাইদুলের অবস্থা আশংখ্যা হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০/জানুয়ারী হাসপাতালেই সাইদুল ইসলাম মারা যায়। এই ঘটনায় সাইদুলের কন্যা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে (২৫/২৫)। মামলার পর থেকেই আসামীরা পালিয়ে ছিল, গতকাল মঙ্গলবার রাতে বগুড়া থেকে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রাম-গঞ্জ-শহর
সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার করেছে পুলিশ।