ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতি শাসক নয়, সেবক পাবে’’। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের প্রতিনিধি শাসক হয় না, সেবক হয়। জনগণের সেবায় নিয়োজিত থাকে। যার কারণে আজ পর্যন্ত কোনো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান বা সরকার ফ্যাসিবাদ হয়ে উঠতে পারেনি, পারবে না। কারণ ইসলামী রাষ্ট্র পরিচালিত হয় আল্লাহর আইনে। আল্লাহর আইনে জনগণকে শোষণ করা যায় না, জনগণের সেবা করতে হয়। মানুষের তৈরি আইনে জনগণকে সেবার নয় শোষণ করা হয়।

শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হেলাল বলেন, ‘যারা নিজস্ব তৈরি আইনে জনগণকে শোষণ করতে চায়, তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধীতা করছে। তারা জনগণকে ভয়ভীতি লাগাচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে মানুষের হাত কেটে ফেলবে, নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে, কিন্তু না জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল নির্বাচিত হয়ে ডাকসু’র নেতৃত্ব দিচ্ছে। সেখানে নারী-পুরুষ বা ছাত্র-ছাত্রীর মধ্যে কোনো বৈষম্য করা হচ্ছে না। ছাত্রীদের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও সুরক্ষায় ডাকসু যেভাবে ভূমিকা রাখছে একইভাবে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা বলে ক্ষমতায় গিয়ে এই করবে-সেই করবে, তারা মনে হয় বিগত সময়ে কখনো ক্ষমতায় ছিল না! তারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে। তা-ও দু’একবার নয়, ক্ষমতার ৫ বছরের মধ্যে ৫ বছরই তারা দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে। তারা আবার ক্ষমতায় বসতে পারলে জনগণের ঘুম হারাম করে দিবে।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওয়ারীতে ড. আব্দুল মান্নানের উঠান বৈঠক : এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী থানার (৪১ নং ওয়ার্ড) উদ্যোগে শনিবার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক উঠান বৈঠক হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান। ওয়ারী দক্ষিণ থানা আমীর মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা অফিস সেক্রেটারী মোফাজ্জল করিম বাবুর পরিচালনায় স্থানীয় সুপার হোটেল লিমিটেডে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য মাওলানা মীর বাহার আমীরুল ইসলাম। এছাড়াও সভা বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা নেসার উদ্দিন। এসময় ওয়ারী পূর্ব থানা আমীর মুতাসিম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজারবাগে কবির আহমদের উঠান বৈঠক : অপরদিকে, জামায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার উদ্যোগে শনিবার বিকেলে রাজারবাগ অভয় বিনোদিনী স্কুলে মহিলাদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ। থানা আমির মাওলানা আব্দুল বারী’র সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ার হোসেন দুলালের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন। সবুজবাগ দক্ষিণ থানা নাগরিক কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান, স্থানীয় মুরুব্বী হাজী জামাল, শহিদুল্লাহ সরকার, ৫ পূর্ব ওয়ার্ডের সভাপতি শাহজাহান সরদার, থানা সেক্রেটারি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসান রিপন।