গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদীতে প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনে চিকিৎসায় ত্রুটির কারণে অতিরক্ত রক্তক্ষরণে সাথী আক্তার পরীর (২২) মৃত্যু হয়েছে। গত ২২ নভেম্বর সন্ধ্যায় উজিরপুর উপজেলার ভরসা কাঠি গ্রামের ইমন আকনের স্ত্রী সাথী আক্তার পরীর প্রসব বেদনা হলে তাকে বাটাজোর বন্দর পুলিশ ফাঁড়ির পূর্ব পাশে মদিনা ক্লিনিক এন্ড ডায়গনিক সেন্টারে ভর্তি করেন। ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজীব কর্মকার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, নরমাল ডেলিভারির করলে হবে তবে পরক্ষণে সিজারের কথা বলেন। পরীর শশুর নজরুল ইসলাম জানান, বৌমার অসুস্থতার কথা চিন্তা করে সিজার করা অনুমতি দেই বিকেল সাড়ে ৪ টার দিকে একজন চিকিৎসক অপারেশন থিয়েটারে প্রবেশ করেন এবং প্রায় এক ঘন্টা পর সিজার সম্পন্ন হলে চিকিৎসক ডাক্তার সমিরন হালদার তড়িঘড়ি করে বের হয়ে যান। অপারেশনের প্রায় আধা ঘন্টা পরে রোগী বেডে আনা হলে তখন তার শ্বাসকষ্ট বেড়ে যায় ও শরীর সাদা হয়ে যায় এ ব্যাপারে নার্সদের জিজ্ঞাসা করলে তারা অক্সিজেন দেওয়ার কথা বলে তাদের ক্লিনিকে অক্সিজেন না থাকায় পাশের ক্লিনিক থেকে অক্সিজেন আনতে একজন স্টাফ পাঠায় এই ফাঁকে ক্লিনিকের সকল ডাক্তার স্টাফ পালিয়ে যায়।