কুমিল্লা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫টায় কুমিল্লার নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু.মোছলেহ উদ্দিন,নায়াবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
নগর জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবুর রহমান এর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন,মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু. কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহম্মেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহীপ্রমুখ।
ফেনী
ফিলিস্তিনে ইহুদীদের বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর ও সদর উপজেলার উদ্যোগে সোমবার বাদ আছর ফেনী শহরে এক বিশাল বিক্ষোভ বের হয়।এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন, নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম,শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর আমীর মাওলানা নাদেরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সময় জেলার সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়
গাজায় গণহত্যা বন্ধের দাবীতে পঞ্চগড়ে জাতীযতাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রুকনুর জামান জাপানসহ প্রমুখ।
পিরোজপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী “ফিলিস্তিনের রাফাহ ও গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে” দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে ৭ এপ্রিল পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে বাদ আসর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা অসহায় নিরস্র ফিলিস্তিনিদের উপরে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করে। এ সময় তারা “ইসরাইল নিপাত যাক”, “ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই”, এ ধরনের বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল থেকে তারা অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানায়। পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি বড় মসজিদ থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া মোড় দিয়ে পুরাতন পৌরসভা ভবনের সামনে দিয়ে শহরের মধ্যে বিভিন্ন রাস্তা অতিক্রম করে হোটেল অবকাশ মোড়ে শেষ হয়।
গাইবান্ধা
ফিলিস্তিনে জায়ানবাদী ইসরাইলে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে সোমবার দুপুরে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিড়্গােভ মিছিল চলাকালে তারা ইসরাইলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয়। অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানানো হয়।
এর আগে সকালে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরাইলে গণহত্যার প্রতিবাদে জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-জনতারা গাইবান্ধা পৌর পার্কে এসে সমবেত হয়। সেখান একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম বিক্ষোভকারিদের আশ্বাস প্রদান করলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
গোপালপুর (টাংগাইল)
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইলের গোপালপুর উপজেলার পৌর শাখার উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আছর গোপালপুর আলিয়া মাদরাসা গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে থানা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।তাদের হাতে ফ্রি গাজা, ফ্রি প্যালেষ্টাইন, স্টপ হত্যা কান্ড, ইসরাইলের পণ্য বয়কটের ডাক সহ নানা ধরনের প্লেকার্ড শোভা পাচ্ছিল।এ সময় ইসরাইলের সকল পণ্য না ব্যবহারের আহবান জানানো হয়। বলা হয়, ইসরাইল নিত্য পণ্যের সকল বাজারই দখল করে রেখেছে। কষ্ট হলেও সকল ইসরাইলের পণ্য ব্যবহার না করার কথা বলা হয়।মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে থানা চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মিছিলে অংশ নেন টাংগাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও (গোপালপুর -ভূঞাপুরের) গণ মানুষের নেতা আলহাজ্ব মাওলানা হুমায়ুন কবির,উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইদ্রিস হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ উবাইদুল্লাহ, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মান্নান , পৌর সেক্রেটারি আঃ আলিম, উপজেলা শিবির সভাপতি নাঈমসহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
তালা (সাতক্ষীরা)
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর অন্যায় আগ্রাসন ও একর পর এক মুসলিম নিধনের বিরুদ্ধে তালায় আলেম-ওলামাসহ সচেতন মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে তালা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালা বাজারের তিন রাস্তার মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলনা তাওহীদুর রহমান, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাষ্টার শেখ ফরিদউদ্দীন আহমেদ, মোহাম্মদ ওমর ফারুক এইউইও তালা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাওলানা আসলাম, আলমগীর হোসেন সহ তালা উপজেলা নির্বাহী অফিস ও বিভিন্ন সরকারি বিভাগের অনেক কর্মকর্তা- কর্মচারী সহ তালা উপজেলা বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ ।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে সন্ত্রাসবাদী দখলদার ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সোমবার বিকাল ৫ ঘটিকায় শ্রীমঙ্গল কাছারী জামে মসজিদ হতে উপজেলা আমীরের নেতৃত্বে মিছিলটি শ্রীমঙ্গল বিভিন্ন রোড প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল চৌমুহনীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম কামরুল,উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক, তারেক মাহফুজ, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ আব্দুল আল মুনছুর, সদর ইউনিয়ের সাধারণ সম্পাদক কাজী মহসিন আহমেদ রাহী, শ্রীমঙ্গল পৌর শাখা জামায়াতের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর শাখার সহ সভাপতি সাইফুল ইসলাম বুলবুল সহ শ্রীমঙ্গল উপজেলার যুব বিভাগ, পেশাজীবি বিভাগ, শ্রমিক বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর পৈশাচিক গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে গাজীপুর মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। হাতে হাতেই ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, ‘ইসরাইল টেররিস্ট স্টেট’ সহ নানা প্রতিবাদী প্ল্যাকার্ড। স্লোগানে মুখরিত হয় রাজপথ‘আল্লাহু আকবারথ, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইনথ, ‘গাজাথর লাশের হিসাব চাইথ ইত্যাদি স্লোগানে।
সাভার
সাভার সংবাদদাতা: গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যা এবং বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ সাধারণ জনতা। সোমবার বিকেলে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এসময় জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সেক্রেটারি লুতফর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার থানা আমীর মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
সমাবেশে ঢাকা ১৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে জেলা আমীর দেলোয়ার হোসাইন বলেন, “আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।” এছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী।
ঝালকাঠি
গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার সকালে জামায়াতে ইসলামী সহ সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতাসহ বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীরা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্ত এ কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান। বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ইসলামী দলগুলোর সমন্বয়ে এক বিশাল মিছিল ইসলামী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক প্রমুখ।
লক্ষ্মীপুর
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বরোচিত বিমান হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় চকবাজার জামে মসজিদের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি উত্তম তেমুহনী বাস স্ট্যান্ড গিয়ে সমাবেশের মিলিত হয়। এখানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নজির আহমদ, নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহ সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ,শহর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লা পাটোওয়ারী,শহর সেক্রেটারি হারুনুর রশিদ ও আধুনিক হাসপাতালের ডি এম ডি শহীদুল্লাহ প্রমূখ।
সিলেট
ফিলিস্তিনে দখলদার ইসরাইলী কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের সিলেট শাখার সভাপতি এডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ আজীম উদ্দীন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, এডিশনাল জিপি এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, ব্যারিষ্টার আবুল ফজল, এপিপি এডভোকেট জুনেদ আহমদ, এপিপি এডভোকেট মইনুল ইসলাম, এপিপি এডভোকেট নাজমুল ইসলাম ও এডভোকেট সোলেমান আলী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট সেলিম মোঃ আলী আসগর, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মকসুদ আহমদ, এপিপি এডভোকেট আবজল মিয়া তালুকদার, এপিপি কাজী আতিকুল ইসলাম, এপিপি এডভোকেট আব্দুল গফফার,এডভোকেট মোঃ আব্দুল্লাহ, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মুমিনুজ্জামান, এডভোকেট আসাদুর রহমান, এডভোকেট জিয়াউর রহমান ও এডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে বিশ^ মানবতার চরম বিপর্যয় চলছে। বোমার সাথে মানুষের ছিন্নভিন্ন দেহ আকাশে উড়ছে। এমন নৃশংস গণহত্যায় জাতিসংঘের নিরব ভূমিকায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। মুসলমানদের হত্যা করলে কোন মানবাধিকার থাকে না! বিশ্ব মোড়লেরা মুসলমানদের মানুষই মনে করে না। তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহ গর্জে উঠলে কেউ রক্ষা পাবে না। ইহুদিদের প্রতি নতজানু নীতি পরিহার করে ইসলামী আদর্শে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে তিনি ইসলামী রাষ্ট্র প্রধান এবং ওআইসি’র প্রতি আহ্বান জানান তারা।
কুষ্টিয়া
ফিলিস্তিনের গাজায় ইসরাঈলী গনহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়াও জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে। ছাত্র শিবির, ইসলামী আন্দোলন,খেলাফত মজলিস পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার। অন্যান্য দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা শাথার স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ।