রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় অপরাধ চক্রের সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৬০ হাজার টাকা দিয়ে মুক্ত হন এই ব্যবসায়ী।
অপহরণের শিকার মো. মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামের আব্দুল বাছিদের ছেলে। গতকাল সোমবার ভোর ৬টায় অপহরণের ঘটনা ঘটে। এর পর বিকেলে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্বজনরা। আহত মকবুলের ভাই মো. শাহ আলম বলেন, আমার ভাই গরুর ভুঁড়ি ব্যবসা করে। তিনি প্রতিদিনের মতো ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গরুর ভুঁড়ি কিনে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় বিক্রি করতেন। গতকাল ভোরের দিকে আমার ভাই যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে আসামাত্রই একটি কালো মাইক্রোবাসে থাকা চার থেকে পাঁচজন আমার ভাইয়ের চোখ মুখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তারা আমার ভাইকে গাড়ির ভেতরে হাতুড়ি দিয়ে বাম হাতে এবং বাম পায়ের গোড়ালিতে পিটিয়ে গুরুতর আহত করে। তখন তারা আমার ভাইয়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।‘