গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেইট হতে দুই মাদক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা, ৬টি মোবাইল ও ২টি ট্যাব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলীপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুল মজিদ (৪০)।

জিএমপির কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কলেজ গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে তাদেরকে ৪২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে দিকে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।