গাজীপুরের টঙ্গী ৫৭ নং ওয়ার্ডে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার সকাল দশটায় সংগঠনের ৫৭ নং ওয়ার্ড অফিসে ঈদসামগ্রী বিতরণের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং শ্রমীক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি হোসেন আলী।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় হোসেন আলী বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করবে এবং মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সকল নাগরিক ও মাণবাধিকার নিশ্চিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন।

ওয়ার্ড আমীর মাওলানা ওবায়েদুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেক্রেটারী মো: মাসুদ আলম, সমাজকল্যাণ সেক্রেটারী মো: আব্দুর রহমান সহ ওয়ার্ড কর্মপরিষদ সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।