দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি ও হেফাজতে ইসলাম দাউদকান্দি পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবু ইউছুফ মুন্সি-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল। আবু ইউসুফ সাহেব সম্প্রতি ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে দাউদকান্দিস্থ নিজ বাসভবনে অবস্থান করছেন এবং বিশ্রামে আছেন। বুধবার বাদ জোহর জামায়াত নেতৃবৃন্দ মাওলানা ইউছুফ মুন্সির বাসভবনে গিয়ে তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় মনিরুজ্জামান বাহলুল তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানীয়া এবং দাউদকান্দি পৌরসভা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, মাওলানা ইউছুফ মুন্সি এ অঞ্চলের একজন নিবেদিতপ্রাণ আলেম এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ। তার অসুস্থতায় আমরা ব্যথিত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি যেন তিনি আবারো দীনের খিদমতে সশরীরে আত্মনিয়োগ করতে পারেন। মাওলানা ইউছুফ মুন্সিও জামায়াত নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।