মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের সাবেক মেম্বার ও রাজনগর দাখিল মাদরাসার শিক্ষক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার জামায়াতের রুকন, হিজলী গ্রামের কৃতি সন্তান রাশেদুল ইসলাম গত বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন লাভ করেন। শিক্ষক জীবনে শেষ করে অবসরে চলে যান ঢাকায়। ঢাকা মধ্যবাড্ডা গুলশান ২৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন যাবত হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। মোঃ রাশেদুল ইসলামের মৃত্যুর খবর গ্রামের বাড়ি হিজলি পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষীদের রেখে গেছেন।

মরহুমের জানাযার নামায গতকাল শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে হিজলী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাযে ইমামতি করেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। জানাযা শেষ হিজলী গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। দায়িত্বশীল ও শিক্ষকের এই জানাযায় দলীয় নেতাকর্মীসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ এই জানাযায় অংশগ্রহণ করেন।

মেহেরপুর জেলা আমীর শোক সংবাদ বার্তা বলেন আল্লাহ তায়ালার কাছে তিনি দোয়া করেন দীর্ঘ আন্দোলনের সংগ্রামী ব্যক্তিকে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তিনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। মরহুমের পরিবারের প্রতি ধৈর্য ধরার তৌফিক দান করুন আমীন।