বগুড়া অফিস: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ঘোষিত বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তন ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে দলটির একাংশের নেতাকর্মীরা। অন্যথায় এই আসনের বিএনপির ওই প্রার্থীকে লাল কার্ড দেখানো হবে বলেও ঘোষণা দেন তাঁরা। গত ২৪নভেম্বর বিকেলে শেরপুর পৌরশহরের সকাল বাজারস্থ শহীদ গাজীউর রহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ব্যানারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দলটির একাধিক নেতাকর্মী ছাড়াও বহিস্কৃত নেতা জানে আলম খোকা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জানে আলম বলেন, ২০২১ সালে বিএনপির সিদ্ধান্তের বাইরে তিনি শেরপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করে জয়লাভ করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে এই নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এজন্য তিনি দলের হাইকমান্ডের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। পাশাপাশি স্থানীয়ভাবে সমাবেশ ডেকে প্রকাশ্যে দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাঁরা বিগত সময়ে নির্বাচন করেছেন, তাঁদের অনেকেরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। তাঁর বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। তিনি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে দলের কেন্দ্রীয় কমিটিকে সময় বেঁধে দেন। আসছে ৪ ডিসেম্বরের মধ্যে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত না নেওয়া হলে তৃণমূল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তিনি পথ বেছে নেবেন বলেও ঘোষণা দেন।
গ্রাম-গঞ্জ-শহর
বগুড়ায় বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ঘোষিত বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তন ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে