নারায়ণগঞ্জের বাবুরাইলে স্ত্রী মোহিনী আক্তার মীম ও চার বছরের শিশু সন্তান আফরানকে হত্যার পর স্বামী হাবিবুল্লাহ শিপলু আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে নারায়ণগঞ্জ থানা পুলিশ সদর মডেল থানায় ১নং বাবুরাইল বউ বাজার এলাকায় পলাশের বভনের চারতল থেকে ৩টি মরদেহ উদ্ধার করেছে। মৃতরা হলো হাবিবুল্লাহ শিপলু (৩৫) তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও ছেলে আফরান(৪)।