আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দীন। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, তহুরা খাতুন, নাছরিন ইসলাম এবং মিরাজ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান।
প্রধান অতিথি বলেন, কন্যা শিশুরা যেন অবহেলায় না থাকে সে লক্ষেই এই দিবসটি পালিত হচ্ছে। তিনি বলেন বাল্য বিবাহ, আত্মহত্যা প্রতিরোধ, শিশুদের পুষ্টি, টীকা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। সে লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর অনেক প্রকল্পের মাধ্যমে নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে তারুণ্যের উৎসব উদযাপন উপক্ষ্যে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পথ নাটক ‘শিউলি ফুল’ মঞ্চস্থ করা হয়।
সিংড়া (নাটোর): “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক জুলহাস কায়েম প্রমুখ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : আমি কন্যা শিশু. স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যের আলোকে মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সারা দেশের ন্যায় সিরাজদিখানে উপজেলা পরিষদে এ কর্মসূচি পালন করা হয়। সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। তিনি বলেন, দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কন্যা শিশু আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। কন্যা শিশুর ভবিষ্যৎ অন্তরায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
গোমস্তাপুর : “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি”- শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
সম্প্রতি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা সমাজ সেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকরি অফিসার সাখাওয়াত হোসেন, শিক্ষক রুহুল আমিন, ছাত্রী আসমা খাতুন প্রমুখ।
কালাই (জয়পুরহাট) : আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস কালাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পারিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেকার রহমান, প্রাণীসম্পদ অফিসার মোঃ মুনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মুমতাহিন, সমাজসেবা অফিসার আজমা বেগম, ওসি তদন্ত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ মনোয়ারুল হাসান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন তারেক মাহমুদ।