দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, মহান জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার এবং ভারতের সাম্রাাজ্যবাদীদের থেকে মুক্তি আমরা পেয়েছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। আমাদের সেই জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এবং আমাদের কিছু কিছু সরকারি কর্মকর্তাদের তাদের যে মাত্রা সেটা তারা অতিক্রম করবার চেষ্টা করছেন। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। এই বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে। শুক্রবার (২৩ মে) খুলনায় দৈনিক আমার দেশ এর খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ’র পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ এর মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের। খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ ও যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহসান কবীর। পবিত্র কুরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার।

আমার দেশ সম্পাদক বলেন, শুরুতেই মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতক্ষণ আমরা যে আলোচনা শুনছিলাম, ১১ বছরে আমাদের প্রতি যে জুুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকার।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবিদ। এ জন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ করতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি। আমার দেশ কোন ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। অনেক ত্যাগের বিনিময়ে আমার দেশের এক একজন প্রতিনিধি একে ব্যান্ডে পরিণত করেছেন। আমার দেশের একমাত্র দায়বদ্ধতা এ দেশের জনগণ, পত্রিকার পাঠক, নিজের বিবেক ও সর্বোপরি মহান আল্লাহর কাছে।

মাহমুদুর রহমান বলেন, প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের উপস্থিতির জন্য। আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি। এতো দূর দূরান্ত থেকে আপনারা সবাই এসেছেন আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে এবং আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে, আমার দেশ পরিবারের ঐক্য কতোটা শক্তি। আমাদের জুলাই বিপ্লবের ঐক্যের ফাটল ধরতে পারে কিন্তু আমার দেশ পরিবারের ঐক্যে কখনো ফাটল ধরবে না ইনশাআল্লাহ।

মাহমুদুর রহমান পত্রিকার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরে বলেন, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় একে চালু করা এবং পাঠকের হাতে তুলে দেওয়া ছিল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। আমাদের নিজস্ব প্রেস থেকে ছাপা শুরু হয়েছে। আমাদের নিউজ অনলাইনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক হিট হচ্ছে। আজকের লিড নিউজ মাত্র ৮ ঘন্টায় মিলিয়ন পাঠক হিট করেছেন।

সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার সকল জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অংশ নেন। দীর্ঘদিন পর পত্রিকার প্রকাশনায় আসা এবং পুনরায় কাজের সুযোগ পেয়ে অনেক প্রতিনিধি ছিলেন আবেগে আপ্লুত। তারা দলবদ্ধ হয়ে আলোচনা ও আড্ডায় মেতে ওঠেন। ছবি তোলার যেন প্রতিযোগিতা চলতে থাকে। বিভিন্ন জেলার পক্ষ থেকে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত করা হয়।