DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

সংক্ষিপ্ত সংবাদ

বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ওর্বাট হেল্পর্ল্পাস এর সহযোগিতায় রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের ঢুষমাড়ার চর এবং হরিশ্বর চরের ৫০ টি দরীদ্র পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Printed Edition

খাদ্যসামগ্রী বিতরণ

রংপুর অফিস : বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ওর্বাট হেল্পর্ল্পাস এর সহযোগিতায় রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের ঢুষমাড়ার চর এবং হরিশ্বর চরের ৫০ টি দরীদ্র পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক। অনুষ্ঠানে ওর্বাট হেল্পর্ল্পাস এর প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, খাদ্য ও কৃষি পুর্নবাসন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কমল কুমার সরকার, কো-অর্ডিনেটর মাহমুদুল ইসলাম আকাশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেক উপকারভোগির মাঝে ২৫ তেজি চাল, ১ কেজি কোরে মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল, লবন এবং ১ প্যাকেট মসলা বিতরণ করা হয়।

জাতীয় ভোটার দিবস পালিত

রাজারহাট(কুড়িগ্রাম) : ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়। রোববার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপত্বিতে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুপ্ত করিম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আরফানুল আলম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমুখ

উঠান বৈঠক

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের "তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন" প্রকল্পের আওতায় মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল ১১টায় সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।

তিনি তার বক্তব্যে নারীদের ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

স্মারকলিপি প্রদান

পলাশবাড়ী (গাইবান্ধা) : কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, মালিক বদিয়াজ্জামান, সাইদার রহমান, অন্তর, আমিনুল ইসলাম ছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চাঁন মিয়া ও সাংবাদিক মতিন মোহাম্মাদ।

ক্রিকেট টুর্নামেন্ট

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪-২০২৫ মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান স্বপনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন ও মিছিল করা হয়। এ সময় ওই কলেজের বিভিন্ন শ্রেণির শতাধীক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন

মিরপুর (কুষ্টিয়া) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ মিরপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে ইউএনও এর বদলি ঠেকাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মিরপুর উপজেলাকে টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার বদলি প্রত্যাহার করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী

বুড়িচং, কুমিল্লা : বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী (সচেতনতা দিবস) উপলক্ষে

‘রোজা ও ডায়াবেটিস : স্বাস্থ্য ঝুঁকি, সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ‘আপনজন সম্মাননা” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফ্রেরুয়ারি) বিকালে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোমিও ও দেশজ চিকিৎসার পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এএমসি) ডা. মোঃ আবু জাহের।

সমন্বয় সভা

মণিরামপুর (যশোর) : ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি মণিরামপুর শাখার দূর্গাপুরস্থ প্রশিক্ষণ কক্ষে ব্যবহারিক প্রশিক্ষক এবং তাত্ত্বিক প্রশিক্ষকের অংগ্রহণে দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৪-২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজে মণিরামপুর উপজেলার ৬০ জন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ কার্য সুসম্পন্ন করার লক্ষ্যে প্রকল্পের ডিজাইন অনুযায়ী ব্যবহারিক প্রশিক্ষক এবং তাত্ত্বিক প্রশিক্ষকের অংশগ্রহণে তিনটি সমন্বয় সভার দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলার জেলা ব্যবস্থাপক শেখ সোবহান, সেক্টর স্পেশালিস্ট, পারভীন আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন মণিরামপুর শাখার কর্মসূচি সংগঠক মোঃ আল-আমিন। এছাড়া ৩০ জন (ব্যবহারিক প্রশিক্ষক) মাস্টার ক্রাফট পার্সন, ৫ জন তাত্ত্বিক প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট শাখার পিয়ার লিডার এ সভায় উপস্থিত ছিলেন।

ইফতারসামগ্রী বিতরণ

মণিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ১০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইফতারসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আস-সুন্নাহর স্থানীয় প্রতিনিধি মাওলানা আশরাফ ইয়াসিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইমদাদিয়া মাদানি নগর মাদরাসার মুহতামিম মুফতি রশিদ বিন ওয়াক্কাস। নাসিম খান এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ গাজি নুর মুহাম্মদ, আস-সুন্নাহ কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান শাহিন প্রমুখ।